মুগ্ধ হওয়ার মতো অসাধারণ কিছু লিবিয়ান চিত্রকর্ম

আব্দুর রাজ্জাক আল-রিয়ানী একজন লিবিয়ান চিত্রশিল্পী। সম্ভবত লিবিয়ার সেরা চিত্রশিল্পীদের মধ্যে একজন। অন্তত আমার কাছে তার আঁকা প্রতিটি ছবিই ‌অসাধারণ মনে হয়। ক্যানভাসের উপর তেল রঙে আঁকা তার একেকটি ছবিতে জীবন্ত হয়ে ফুটে ওঠে লিবিয়ার মানুষজন, ঘরবাড়ি এবং আসবাবপত্র।

আব্দুর রাজ্জাক আল-রিয়ানীর জন্ম ত্রিপলী, লিবিয়াতে। ১৯৯১ সালে ত্রিপলী ইউনিভার্সিটি (তৎকালীন আল-ফাতাহ ইউনিভার্সিটি) থেকে চারুকলারয় স্নাতক অর্জন করেন। এরপর ২০০৫ সালে ইতালির রোম ইউনিভার্সিটি অফ ফাইন আর্টস থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি মিসরের আলেক্সান্দ্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টসের উপর পিএইচডি করছেন।  লিবিয়া ছাড়াও মাল্টা, ইতালি, সংযুক্ত আরব আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে তার চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে।

আব্দুর রাজ্জাক আল-রিয়ানী

তার সৃষ্ট চিত্রকর্মের মধ্যে অপেক্ষাকৃত পুরানোগুলো আমি সংগ্রহ করেছি তার ফেসবুক পেজ এবং তার ওয়ার্ডপ্রেস ব্লগ থেকে। আর নতুন কয়েকটি সংগ্রহ করেছি বিভিন্ন সময় আয়োজিত প্রদর্শনী থেকে তার ভক্তদের তোলা এবং পরবর্তীতে টুইট করা ছবি থেকে। তার সর্বশেষ প্রদর্শনীটির উদ্বোধন হয়েছিল গত ২১শে অক্টোবর, ত্রিপলীতে। এটি ছিল আরেক চিত্রশিল্পী আফাফ আস্‌সোমালীর সাথে একটি যৌথ প্রদর্শনী।

এখানে আমার দৃষ্টিতে আব্দুর রাজ্জাক আল-রিয়ানীর আঁকা সেরা ছবিগুলো শেয়ার করলাম। পরবর্তীতে হয়তো ভিন্ন পোস্টে আফাফ আস্‌সোমালী সহ অন্যান্য লিবিয়ান আর্টিস্টদের সেরা ছবিগুলো শেয়ার করতে পারি। এখানে কোন ছবিটা সবচেয়ে ভালো লেগেছে, মন্তব্যে জানাতে পারেন।

 

শিরোণাম অজানা

 

শিরোণাম অজানা

 

শিরোণাম অজানা

 

শিরোণাম অজানা

 

فتـاة بالـزي التقليـدي – ফাতাত বিজ্‌জী আত্‌তাক্বলিদীয়া – এ গার্ল ইন ট্র্যাডেশনাল ড্রেস ২০০৮

 

শিরোণাম অজানা – ত্রিপলীর ওল্ড সিটির (মদীনা গেদিম) এক বাসার জানালা থেকে তাকিয়ে আছে এক লিবিয়ান মহিলা

 

শিরোণাম অজানা – ত্রিপলীর ওল্ড সিটির (মদীনা গেদিম) এক গলিতে খেলাধূলা করছে লিবিয়ান শিশুরা

 

إمراءة على الأريكة – এমরা’ ‘আলাল আরিকাহ – লেডি অন দ্যা কাউচ ২০০৩

 

شاهـي العالـة – শাহী আল-‘আলা – উপর থেকে ঢালা চা ২০১০

 

শিরোণাম অজানা

 

শিরোণাম অজানা

 

شـارب النرجيلـة – শারেব আল-নারগিলা – হুক্কাপায়ী ২০১২

 

العـم بشيـر – আল-আম্ম বাশির – বশির চাচা ২০০৪

 

لاعبـوا الـورق – লা’বু আল-ওয়ারাক্ব – কার্ড প্লেয়ার্স ১৯৯৬

 

ساهر الليل – সাহের আল-লাইল – অ্যাওয়েক অ্যাট নাইট ২০১০

 

صـلاح – সালাহ ২০১৩

 

سيـدة من الجنـوب الليبي – সাইয়্যেদা মিনাল জুনুব আল-লিবি – লেডি ফ্রম সাউথ লিবিয়া ২০০৫

 

العـروس – আল-আরুস – কণে ২০০৪

 

سيـدة – সাইয়্যেদা – লেডি ২০০৪

 

فتـاة سمـراء – ফাতাত সামরা – কৃষ্ণবর্ণের মেয়ে ২০০৭

 

فتـاة بالـزي التقليـدي – ফাতাত বিজ্‌জী আত্‌তাক্বলিদীয়া – এ গার্ল ইন ট্র্যাডেশনাল ড্রেস ১৯৯৬

 

عجـوز من المدينـة القديمـة আযুজ মিনাল মাদীনা আল-ক্বাদীমা – ওল্ড ম্যান ফ্রম দ্যা ওল্ড সিটি ১৯৯৭

 

লিবিয়ান মোনালিসা

 

কী-ওয়ার্ডস: ছবি, আর্ট, শিল্প, চিত্রশিল্প, চিত্রকর্ম, চিত্রশিল্পী, আর্টিস্ট, পেইন্টিং, অয়েল পেইন্টিং, পেইন্ট, অয়েল অন ক্যানভাস, লিবিয়ান আর্ট, মদীনা গেদিম, মদীনা গিদিম, ত্রিপলী ওল্ড টাউন, ত্রিপলী ওল্ড সিটি, লিবিয়া, লিবিয়ান নারী, লিবিয়ান মহিলা, লিবিয়ান বৃদ্ধ, লিবিয়ান শিশু, চা, চায়ের কাপ

One thought on “মুগ্ধ হওয়ার মতো অসাধারণ কিছু লিবিয়ান চিত্রকর্ম”

এখানে আপনার মন্তব্য রেখে যান