Tag Archives: মুভি রিভিউ

দ্য প্রেসিডেন্ট: এক পতিত স্বৈরাচারের গল্প


মহাপরাক্রমশালী প্রেসিডেন্ট তিনি। তার আঙ্গুলি হেলনে পুরো দেশ উঠে বসে। এক রাতে নিজের প্রাসাদে কাঁচের দেয়ালের ভেতরে বসে নিজের রাজধানী, আলোকসজ্জায় জ্বলজ্বল করা সিটি অফ লাইটসের দিকে তাকিয়ে সেটাই ভাবছিলেন তিনি। পাশে বসে ছিল তার কিশোর নাতি।

প্রেসিডেন্টের ছেলেকে বিদ্রোহীরা হত্যা করেছিল। নাতিই ছিল তার একমাত্র উত্তরাধিকার। নাতিকে তিনি বোঝাচ্ছিলেন, বড় হলে তাকেই দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। কিন্তু নাতির তখন দেশ পরিচালনার ব্যাপারে কোনো আগ্রহ ছিল না। সে চাইছিল আইসক্রিম খেতে।

Continue reading দ্য প্রেসিডেন্ট: এক পতিত স্বৈরাচারের গল্প

মাইরেজ: স্প্যানিশ থ্রিলার


মাইরেজ: স্প্যানিশ থ্রিলার

এই মুভিটা ভালো লেগেছে। স্প্যানিশ থ্রিলার বরাবরই প্রিয়, এটার সাথে আবার সায়েন্স ফিকশনও মিশিয়ে দিয়েছে।

পরিচালক ওরিওল পাউলো, যে এর আগে দ্য বডি, ইনভিজিবল গেস্টের মতো মুভি লিখেছে এবং পরিচালনা করেছে। এছাড়া জুলিয়া’স আইজ মুভিটাও তার লেখা। যারা হিন্দি মুভির ভক্ত, তারা হয়তো তাকে চিনবেন এ বছরের বাদলা মুভিটার জন্য। বাদলা হচ্ছে এই পরিচালকের লেখা দ্য ইনভিজিবল গেস্টের হুবহু রিমেক।

অভিনয়ে একটা চরিত্রে লা কাসা দে পাপেলের প্রফেসর সাহেবও আছে।

আইএমডিবি রেটিং 7.4। নিজের রেটিংও এরকমই হবে। আরেকটু বেশি দেয়া যেত, কিন্তু ডার্ক সিরিয়ালটা দেখার পর টাইম ট্রাভেল নিয়ে কোনো মুভিই মনে হয় না তেমন ভালো লাগবে।

ওহ, মুভিটার নাম Mirage (2018)। স্প্যানিশ নাম Durante la tormenta।

ম্যারি কোলভিনের প্রাইভেট ওয়ার


ফিচার ইমেজে গাদ্দাফীর সাথে ম্যারি কোলভিনের যে দৃশ্যটা দেখা যাচ্ছে, সেটা বাস্তবের না, A Private War সিনেমার। তবে বাস্তবেও সানডে টাইমসের সাংবাদিক ম্যারি কোলভিন গাদ্দাফীর সাক্ষাৎকার নিয়েছিলেন। একবার না, একাধিক বার।

১৯৮৬ সালে রিগ্যান প্রশাসন যখন লিবীয় নেতা মোয়াম্মার আল-গাদ্দাফিকে হত্যার উদ্দেশ্যে তার বাসভবনের উপর বিমান হামলা (অপারেশন এল-ডোরাডো ক্যানিয়ন) পরিচালনা করে, তখন ম্যারি কোলভিনই ছিলেন প্রথম সাংবাদিক, যিনি গাদ্দাফির সাক্ষাৎকার নিয়েছিলেন।

বাস্তবে গাদ্দাফীর সাথে ম্যারি কোলভিন; Image Source: BBC

পরবর্তীতে ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পরেও গাদ্দাফির প্রথম সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। ইনফ্যাক্ট গাদ্দাফী প্রশাসন ম্যারি কোলভিনের রিকোয়েস্টে সাড়া দিয়ে মোট তিনজন সাংবাদিককে গাদ্দাফীর সাথে সাক্ষাৎ করার অনুমতি দেয়। বাকি দুইজন সাংবাদিক কারা হবেন, সেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তারা ম্যারির উপরেই ছেড়ে দেয়।

Continue reading ম্যারি কোলভিনের প্রাইভেট ওয়ার

মুহাম্মদ: দ্য ম্যাসেঞ্জার অফ গড – রাসূলের বাল্যকাল নিয়ে বিতর্কিত ইরানি চলচ্চিত্র


মহানবী হযরত মুহাম্মদ (সা) এর জীবনীর উপর ভিত্তি করে প্রথম আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মিত হয়েছিল ১৯৭৬ সালে। ‘দ্য ম্যাসেজ’ নামে ঐ চলচ্চিত্রটির নির্মাণের পেছনের কাহিনী নিয়ে রোর বাংলায় একটি প্রবন্ধও আছে। ক্লাসিক হিসেবে মর্যাদা প্রাপ্ত ঐ চলচ্চিত্রটি নির্মাণের প্রায় চার দশক পর বিশ্ববাসী আবারও একটি চলচ্চিত্র উপহার পেল রাসূলের (সা) জীবনী নিয়ে। ২০১৫ সালে নির্মিত এবারের চলচ্চিত্রটির নাম ‘মুহাম্মাদ: দ্য ম্যাসেঞ্জার অফ গড’। বিষয়বস্তু একই হলেও এবারের চলচ্চিত্রটি প্রায় সবদিক থেকেই ভিন্ন এবং একই সাথে কিছুটা বিতর্কিত। Continue reading মুহাম্মদ: দ্য ম্যাসেঞ্জার অফ গড – রাসূলের বাল্যকাল নিয়ে বিতর্কিত ইরানি চলচ্চিত্র

ডুব নাটক নাকি সিনেমা?


ফারুকীর ডুব মুক্তি পাচ্ছে আগামীকাল। এবং যথারীতি কিছু দর্শক সিনেমা দেখে বা না দেখেই বলবে, এটা সিনেমা হয়নি, নাটক হয়েছে।

ফারুকীকে আপনার পছন্দ না হতে পারে, ফাইন। ফারুকীর সিনেমার থীম, স্টাইলও পছন্দ না হতে পারে, আরও ফাইন। হুমায়ূন আহমেদের নাম ভাঙ্গিয়ে সিনেমা তৈরি করাটা আপনার কাছে অনৈতিক মনে হতে পারে, ফাইন টু দ্যা পাওয়ার ইনফিনিটি; বাট ইউ জাস্ট কান্ট লেবেল এ ফিচার ফিল্ম অ্যাজ এ নাটক!

Continue reading ডুব নাটক নাকি সিনেমা?

অসাধারণ কিছু নন লিনিয়ার টাইমলাইনের মুভি


নন লিনিয়ার টাইমলাইন হল যেখানে সিনেমার কাহিনী সরলগতিতে এগোয় না। অথবা বলা যায়, যেখানে সিনেমার দৃশ্য পরম্পরা বাস্তবের ঘটনার পরম্পরা অনুসরণ করে না। আগের ঘটনা পরে, পরের ঘটনা আগে এভাবে দেখানো মিলিয়ে-মিশিয়ে দেখানো হয়। এ ধরনের মুভির সবচেয়ে বড় উপকারিতা হল, এতে কাহিনী এমন জটিলভাবে সাজানো যায়, যে পুরো মুভি জুড়ে শেষের ঘটনাগুলো সম্পর্কে কিছু কিছু আভাস দিয়ে আকর্ষণও তৈরি করা যায়, আবার মূল রহস্যটা একেবারে শেষ দৃশ্যে এসে উন্মোচিত করা যায়। ফলে পুরো সিনেমাজুড়েই সিনেমাটা দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।

Continue reading অসাধারণ কিছু নন লিনিয়ার টাইমলাইনের মুভি

All The President’s Men – (সৎ ও সাহসী সাংবাদিকের এক অসৎ প্রেসিডেন্টকে ধুলিস্যাৎ করে দেবার গল্প)


পলিটিক্যাল থ্রিলার মুভিগুলো আমার দারুণ পছন্দের। আর সেটা যদি সত্য কাহিনী অবলম্বনে হয়, তা হলে তো কথাই নেই। অল দ্যা প্রেসিডেন্টস মেন (All The President’s Men) সেরকমই একটা মুভি। দুই দুঃসাহসী সাংবাদিক কি অসাধারণ দক্ষতা এবং সাহসিকতার সাথে ওয়াটারগেট ক্যালেংকারির পেছনের ঘটনা উন্মোচিত করে শেষ পর্যন্ত আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো কোন প্রেসিডেন্টকে পদত্যাগ করতে বাধ্য করে, সেই কাহিনীর সফল চিত্রায়ন এই মুভিটি। বলা যায় এই ক্যাটাগরির এটাই সেরা মুভি।

Continue reading All The President’s Men – (সৎ ও সাহসী সাংবাদিকের এক অসৎ প্রেসিডেন্টকে ধুলিস্যাৎ করে দেবার গল্প)

স্ট্রেঞ্জার দ্যান ফিকশন – ভিন্নস্বাদের সুন্দর একটি মুভি


কিছু কিছু ফিল্ম আছে যেগুলো খুবই দারুণ, কিন্তু শুরুটা হয়তো ভীষণ বোরিং। প্রথম ত্রিশ-চল্লিশ মিনিট হয়তো জোর করে ঝিমুতে ঝিমুতে দেখতে হয়, তারপরেই মূল ইন্টারেস্টটা শুরু হয়। কিন্তু স্ট্রেঞ্জার দ্যান ফিকশন এমন একটা ফিল্ম যেটা একেবারে প্রথম দৃশ্য, প্রথম ডায়লগ থেকেই ইন্টারেস্টিং। এই মুভির মূল থীম হচ্ছে ইন্টারকানেকটিভিটি। মুভির মূল চরিত্র হ্যারল্ড ক্রীক নামের এক মাঝ বয়েসী একজন আইআরএস অডিটর। তার কাজকর্ম নিঁখুত সংখ্যা নিয়ে বলেই সম্ভবত সে অত্যন্ত গতানুগতিক, নিয়মানুবর্তী এবং সময়ানুবর্তী জীবন যাপন করে। তার এই নিয়ামুবর্তী জীবন যাপনের একটা উদাহরণ হল, গত ১২ বছর ধরে সে প্রতিদিন সকাল বেলা তার ৩২টি দাঁত ৭৬ বার করে ব্রাশ করে আসছে – ৩৮ বার আড়াআড়ি এবং ৩৮ বার উপর-নিচে। কিন্তু তার এই সাজানো গোছানো জীবন সম্পূর্ণ ওলট পালট হয়ে যায় এক সকালে, যখন সে শুনতে পায় কেউ একজন তার জীবন যাপন হুবহু বর্ণনা করে চলছে।

Continue reading স্ট্রেঞ্জার দ্যান ফিকশন – ভিন্নস্বাদের সুন্দর একটি মুভি

আরও এক ডজন অসাধারণ কোর্টরুম ড্রামা


এর আগের পোস্টে এক ডজন অসাধারণ কোর্টরুম ড্রামার বিস্তারিত রিভিউ দিয়েছিলাম। সেগুলো ছাড়াও আমার দেখা আরো এক ডজন মুভির অতি-সংক্ষিপ্ত বর্ণনা দিলাম এখানে, যাদের সবগুলোকে হয়তো ঠিক কোর্টরুম ড্রামা বলা যাবে না, কিন্তু এইসব মুভিতে বিচারকার্যের একটা বড় ভূমিকা আছে।

Continue reading আরও এক ডজন অসাধারণ কোর্টরুম ড্রামা

এক ডজন অসাধারণ কোর্টরুম ড্রামা


কোর্টরুম ড্রামা হল সেই ধরনের মুভি যার একটা প্রধান অংশ আবর্তিত হয় কোর্টকে কেন্দ্র করে। তবে সব সময়ই যে সেটা কোর্টরুমের ভেতরেই হতে হবে এমন কোন কথা নেই। সেটা জুরি রুম কেন্দ্রিকও হতে পারে, আবার অ্যাটর্নির অফিস কেন্দ্রিকও হতে পারে। অর্থাত্‍ এ ধরনের মুভির কাহিনী বিচার ব্যবস্থার কোন একটি অংশকে হাইলাইট করে। এই ধরনের মু‌ভির আরও কয়েকটি নাম আছে। যেমন, ট্রায়াল মুভি, লীগ্যাল ড্রামা ইত্যাদি।

Continue reading এক ডজন অসাধারণ কোর্টরুম ড্রামা