Tag Archives: গাদ্দাফি

লিবিয়া সিভিল ওয়ার গাইড


অনেকেই ইদানীং নতুন করে শুরু হওয়া লিবিয়া যুদ্ধ ফলো করছেন। কিন্তু লিবিয়ার পরিস্থিতি এতো জটিল, কনটেক্সট জানা না থাকলে কিছু ভুল বোঝাবোঝির সৃষ্টি হতে পারে। সেজন্য এখানে কিছু সহজ টিপস দিলাম:


১। “আর্মি” শব্দটাকে সিরিয়াসলি নিবেন না।

সত্যিকার আর্মি বলতে লিবিয়াতে কিছু নাই। “লিবিয়ান ন্যাশনাল আর্মি” বা এলএনএ বলতে মূলত জেনারেল হাফতারের বাহিনীকে বোঝানো হয়। কিন্তু সেটা ঠিক ট্রেডেশনাল আর্মি না, আর চরিত্রগত ভাবে ন্যাশনাল তো না-ই।

হাফতারের বাহিনীর দুইটা অংশ। একটা অংশ অর্থাৎ কিছু ব্রিগেড সত্যি সত্যিই প্রফেশনাল আর্মির স্ট্রাকচার ফলো করে। এদের সদস্যরা এবং কমান্ডাররা অনেকেই গাদ্দাফীর আমলের সেনাবাহিনী থেকে আসা। এছাড়াও হাফতার নিজেও গত সাড়ে চার বছরে অনেক নতুন সেনাসদস্যকে ট্রেনিং দিয়ে নিজের বাহিনীকে মোটামুটি একটা অর্গানাইজড স্ট্রাকচারে রূপ দিয়েছেন।

Continue reading লিবিয়া সিভিল ওয়ার গাইড

লিবিয়ার বিদ্রোহে আল-ক্বায়েদার ভূমিকা


২০১১ সালের অারব স্প্রিংয়ের সময় সিআইএর উপপ্রধান ছিলেন মাইকেল মোরেল। পরবর্তীতে তিনি একটা বই লেখেন, সেই বইয়ের একটা চ্যাপ্টারের শিরোনাম দেন “অাল-ক্বায়েদা’স স্প্রিং”। তার মতে, আরব স্প্রিংয়ে সবচেয়ে লাভবান হয়েছিল আল-ক্বায়েদা।

সিআইএর বক্তব্য হয়তো আপনি বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু আপনি কি জানেন, ২০১১ সালে গাদ্দাফী বিদ্রোহের জন্য সর্বপ্রথম কাকে দায়ী করেছিলেন? আল-ক্বায়েদাকে। তখন পশ্চিমা মিডিয়া আর আল-জাজিরার প্রপাগান্ডায় প্রভাবিত হয়ে আমরা বিশ্বাস করিনি, কিন্তু পরে দেখা গেছে, দ্যা ওল্ড ম্যান ওয়াজ রাইট অল অ্যালং!

বিদ্রোহের প্রথম সপ্তাহেই বিবিসির জেরেমি বাওয়েনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “দিস কায়েদা, দিস কায়েদা, দিস কায়েদা, নট মাই পিপল, কায়েদা।” সেই প্রথম সপ্তাহেই তিনি লিবিয়ান এল্ডার্সদের সাথে এক মিটিংয়ে বলেন, আল-ক্বায়েদা সংশ্লি‌‌‌‌‌‌‌ষ্ট লিবিয়ান ইসলামিক ফাইটিং গ্রুপ নেতা ইসমাইল সাল্লাবী (ব্রাদারহুডের স্পিরিচুয়ার লীডার ডঃ আলি সাল্লাবীর ভাই) বেনগাজীতে ২০০ জিহাদীকে ট্রেনিং দেওয়াচ্ছে।

Continue reading লিবিয়ার বিদ্রোহে আল-ক্বায়েদার ভূমিকা