মাইরেজ: স্প্যানিশ থ্রিলার

মাইরেজ: স্প্যানিশ থ্রিলার

এই মুভিটা ভালো লেগেছে। স্প্যানিশ থ্রিলার বরাবরই প্রিয়, এটার সাথে আবার সায়েন্স ফিকশনও মিশিয়ে দিয়েছে।

পরিচালক ওরিওল পাউলো, যে এর আগে দ্য বডি, ইনভিজিবল গেস্টের মতো মুভি লিখেছে এবং পরিচালনা করেছে। এছাড়া জুলিয়া’স আইজ মুভিটাও তার লেখা। যারা হিন্দি মুভির ভক্ত, তারা হয়তো তাকে চিনবেন এ বছরের বাদলা মুভিটার জন্য। বাদলা হচ্ছে এই পরিচালকের লেখা দ্য ইনভিজিবল গেস্টের হুবহু রিমেক।

অভিনয়ে একটা চরিত্রে লা কাসা দে পাপেলের প্রফেসর সাহেবও আছে।

আইএমডিবি রেটিং 7.4। নিজের রেটিংও এরকমই হবে। আরেকটু বেশি দেয়া যেত, কিন্তু ডার্ক সিরিয়ালটা দেখার পর টাইম ট্রাভেল নিয়ে কোনো মুভিই মনে হয় না তেমন ভালো লাগবে।

ওহ, মুভিটার নাম Mirage (2018)। স্প্যানিশ নাম Durante la tormenta।

এখানে আপনার মন্তব্য রেখে যান