Asides

মুরসিকে নিয়ে বইয়ে আমার দুটি লেখা


একটা আনন্দের সংবাদ দেই। মোহাম্মদ মুরসিকে নিয়ে “প্রচ্ছদ প্রকাশন” থেকে বের হওয়া “প্রেসিডেন্ট মুরসি: আরব বসন্ত থেকে শাহাদাত” বইটিতে আমার দুটি লেখা স্থান পেয়েছে।

এর মধ্যে একটি লেখা হয়তো অনেকেই পড়েছেন, মুরসির মৃত্যুর পর ফেসবুকে পোস্ট করেছিলাম, প্রেসিডেন্ট হিসেবে মুরসির অভিষেকের দিনটি নিয়ে একটা লেখার অনুবাদ। সেটা পড়তে পারেন এই লিঙ্ক থেকেও। এটি ছাড়াও বইটিতে আমার আরেকটি লেখাও আছে।

বইটিতে মোট ১৬টি লেখা আছে, মৌলিক এবং অনুবাদ মিলিয়ে। সূচিপত্র থেকে অনুবাদকদের নাম দেখা যাচ্ছে না, মৌলিক লেখকদের দুজন পরিচিত লেখক আছেন – ডঃ আব্দুস সালাম আজাদী এবং ফেসবুকে জনপ্রিয় রাজনৈতিক লেখক মোহাম্মদ নোমান ভাই।

বইটি পাওয়া যাবে এই মাসের ১০ তারিখ থেকে। তবে প্রচ্ছদ প্রকাশনের এই লিঙ্ক থেকে এখনই প্রি-অর্ডার করে রাখতে পারবেন। বইটির পৃষ্ঠাসংখ্যা ১০৪। মূল্য ১৮০ টাকা।

কেউ যদি পড়েন, অবশ্যই মতামত জানাতে ভুলবেন না।

মাইরেজ: স্প্যানিশ থ্রিলার


মাইরেজ: স্প্যানিশ থ্রিলার

এই মুভিটা ভালো লেগেছে। স্প্যানিশ থ্রিলার বরাবরই প্রিয়, এটার সাথে আবার সায়েন্স ফিকশনও মিশিয়ে দিয়েছে।

পরিচালক ওরিওল পাউলো, যে এর আগে দ্য বডি, ইনভিজিবল গেস্টের মতো মুভি লিখেছে এবং পরিচালনা করেছে। এছাড়া জুলিয়া’স আইজ মুভিটাও তার লেখা। যারা হিন্দি মুভির ভক্ত, তারা হয়তো তাকে চিনবেন এ বছরের বাদলা মুভিটার জন্য। বাদলা হচ্ছে এই পরিচালকের লেখা দ্য ইনভিজিবল গেস্টের হুবহু রিমেক।

অভিনয়ে একটা চরিত্রে লা কাসা দে পাপেলের প্রফেসর সাহেবও আছে।

আইএমডিবি রেটিং 7.4। নিজের রেটিংও এরকমই হবে। আরেকটু বেশি দেয়া যেত, কিন্তু ডার্ক সিরিয়ালটা দেখার পর টাইম ট্রাভেল নিয়ে কোনো মুভিই মনে হয় না তেমন ভালো লাগবে।

ওহ, মুভিটার নাম Mirage (2018)। স্প্যানিশ নাম Durante la tormenta।

হরর সিরিয়াল হন্টিং অফ দ্য হিল হাউজ


হরর সিরিয়াল হন্টিং অফ দ্য হিল হাউজ

বোরিং ঈদের ছুটি কাটালাম নেটফ্লিক্সে এই হরর সিরিজটা দেখে – The Haunting of Hill House

ডিশিসানটা খুব একটা ভালো হয়নি। এমনিতেই ডেজার্টের ভেতর বিশাল একটা সাইটে মাত্র আট-দশজন মানুষ থাকি। তার উপর আমাদের লম্বা ব্যারাকের তিন মাথার তিনটা রুমে মাত্র তিনজন মানুষ। দেখা শেষ করে ঘুমাতে গিয়ে দেখি দেয়ালের দিকে মুখ দিয়ে ঘুমাতে পারছি না, কেমন যেন ভয় ভয় লাগছে, কীয়েক্টাবস্তা 🙂

হরর মুভিতে একইসাথে ভয়ের উপাদান এবং ভালো কাহিনীর সমন্বয় পাওয়াটা খুবই রেয়ার। এই সিরিয়াল সেটা দিতে পেরেছে।