Tag Archives: আব্দুল ফাত্তাহ সিসি

মোহাম্মদ মুরসির অভিষেক


প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মুরসির অভিষেক অনুষ্ঠানটি তার জন্য এর চেয়ে বেশি অপমানজনক হওয়া সম্ভব ছিল না।

নির্বাচনের দিন রাতে মুরসি প্রতিজ্ঞা করেছিলেন, তিনি বিলুপ্ত পার্লামেন্টকে পুনর্বহাল করবেন এবং সেই পার্লামেন্টের সামনেই শপথ গ্রহণ করবেন। কিন্তু মিলিটারি কাউন্সিল তাকে তার প্রতিজ্ঞা ফিরিয়ে নিতে বাধ্য করে।

অভিষেক অনুষ্ঠানের পূর্বে দুইজন জেনারেল টেলিভিশনে এক যৌথ বিবৃতিতে প্রতিজ্ঞা করে, সামরিক বাহিনী সর্বদাই ব্যাপক ক্ষমতা সহকারে সরকারের পেছনে থেকে “বিশ্বস্ত অভিভাবক” হিসেবে ভূমিকা পালন করে যাবে।

এই ব্লগটি এখন থেকে আর আপডেট করা হবে না। আমার সবগুলো নতুন লেখা পাবেন এখানে – https://www.mhtoha.com/

Continue reading মোহাম্মদ মুরসির অভিষেক

জেরুজালেম নিয়ে মিসরের লীক হওয়া অডিওর অন্তরালে


জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করার পক্ষে দালালি করার ব্যাপারে মিসরের যে অডিও রেকর্ডিংগুলো ফাঁস হয়েছে বলে নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, সেটা অবিশ্বাস করার কোনো কারণ দেখছি না। গত কয়েক দশক ধরে আরব ডিক্টেটররা সবাই এই ভূমিকাই পালন করেছে। মুখে অনেক হম্বিতম্বি করেছে, কিন্তু বাস্তবে নিজেদের দেশের, বা আরো পরিষ্কারভাবে বললে নিজের গদির স্বার্থ বিনষ্ট হয়, এমন কোনো কাজ করেনি। প্রায় কেউই করেনি।

প্যাটার্নগুলো খেয়াল করলে দেখবেন, সৌদি আরবেও কিন্তু একই রকম ঘটনা ঘটছে। সৌদি শাসকরা ফিলিস্তিনের পক্ষে কথা বলছে ঠিকই, কিন্তু সেটা খুবই ক্ষীণ কন্ঠে। বরং সৌদিপন্থী সো কলড লিবারেল মিডিয়াগুলোতে পরোক্ষভাবে জেরুজালেমকে গুরুত্বহীন করার একটা প্রচেষ্টা দেখা যায়। অদূর ভবিষ্যতে যদি সৌদি আরবেরও অডিও ফাঁস হয়, অবাক হব না।

Continue reading জেরুজালেম নিয়ে মিসরের লীক হওয়া অডিওর অন্তরালে